মোঃঅহিদুর রহমান,মনপুরা প্রতিনিধি ॥
মনপুরা কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডের এলআরও(জি) মোঃ আবুল হোসেন রবিবার সকাল ৮টায় সোনারচর কোষ্টগার্ড কন্টিজেন্ট ক্যাম্পে হঠাৎ ব্রেনষ্টোক করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে কোষ্টগার্ডের অন্যসদস্যরা তাকে দ্রুত কিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে মোঃ আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুর আলম ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়ার জন্য বলেন। অসুস্থ্য কোষ্টগার্ডের এলআরও(জি)মোঃ আবুল হোসেনকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা ও মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাখাওয়াত হোসে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানোর জন্য
মনপুরা কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আঃ সামাদ ঢাকা হেড অফিসে যোগাযোগ করেন। পরে দ্রুত ঢাকা সি.এমএইচ হাসপাতালে চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে দুপুর সাড়ে ১২ টায় ঢাকা নেওয়া হয়েছে। এব্যাপারে মনপুরা কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আঃ সামাদ বলেন, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা সিএমএইচ হাসপাতালে তার চিকিৎসা চলবে।
মনপুরা কোষ্টগার্ড সদস্য ব্রেনষ্টোক করে গুরুতর অসুস্থ্য ॥ উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে সিএমএইচ হাসপাতালে প্রেরন ।
আপডেট : ফেব্রুয়ারি, ৭, ২০২১, ৫:৪৩ অপরাহ্ণ
:
