লালমোহন প্রতিনিধি:
তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন ৩বারের জনপ্রিয় ইউপি সদস্য এম. আলাউদ্দিন জামাল। মঙ্গলবার ওই ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারের উত্তর মাথায় নির্বাচনী অফিস উদ্বাধনের মধ্য দিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। এসময় লালমোহন ও তজুমদ্দিনের গণমানুষের নেতা এমপি আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন ও তার পরিবারবর্গের জন্যও দোয়া করা হয়।
এমপি শাওনের নিবেদিত কর্মী ও ত্যাগী আওয়ামী লীগ নেতা এম. আলাউদ্দিন জামাল। বর্তমানে তজুমদ্দিন উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি তিনি। রাজনীতিতে ও জনসেবায় নিজ এলাকায় তিনি তরুণ, বৃদ্ধ সকলের কাছে একজন জনপ্রিয় ব্যক্তি। চাঁচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে ৩ বার মেম্বার নির্বাচিত হন তিনি। বাতিরখাল মৎস্যঘাট আড়তদার সমিতিরি সাধারণ সম্পাদক এম. আলাউদ্দিন জামাল সকলের দোয়া নিয়ে আগামী দিনে ইউনিয়নবাসীর সেবা করতে চান।
নির্বাচনী অফিস উদ্বোধন করে চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন আলাউদ্দিন জামাল
আপডেট : জানুয়ারি, ২৬, ২০২১, ৮:৫৭ অপরাহ্ণ
:
