ভোলা সংবাদাতাঃ
ভোলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নেে দক্ষিণ আইচা মৌজা ওয়ারিস সূত্রে জমির মালিকানা দাবী করে জমির মালিকদের উপর সংঘব্দ্ধ হয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা মিলে ৩ জনকে পিটিয়ে গুরুতর আহতসহ নির্মাণাধীন ভবন ভেঙে গুড়িয়ে দেয়ার খবর পাওয়া গিয়াছে।
সুত্র জানায়,আজ(২৪ জানুয়ারী)রোববার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
জমির মালিক আ.বারেক হাওলাদার জানান আমি দীর্ঘ ৩৫ বছর ধরে ক্রয়ে সূত্রে মালিক হয়ে ভোগদখলে আছি। যার দাগ নং ২৫,খতিয়ান নং দিয়ারা ৩৮৫, আমার দাতা লালমিয়া,ফরমুজল হক,সিদ্দিকের কাছ থেকে ৩৫ বছর আগে উক্ত দাগে সাড়ে ৬৮ শতাংশ জমি ক্রয় করি।উক্ত জমি ১৯০ এফ ৭৭-৭৮ সনে সুলতান আহাম্মেদের ৫ একর জমি বন্দোবস্ত নেন।
বিভিন্ন সময় সুলতান আহাম্মেদ এর ওয়ারীশদের থেকে মো. সোলেমন, লালমিয়া,হরমুজল হক, সিদ্দিক আহামেদ, ক্রয় করেন। ৭২/৯৫ দেওয়ানী মামলায় ১৯১৭ইং সনের রেকর্ড ম্যানুয়ালের ১২৯ নং রুল অনুযায়ী ৬ জুন ১৯৯৫ এদের নামে খতিয়ান খোলার জন্য আর্দেশ দেন।
ক্রেতা ও ওয়ারিশ সূত্রে মালিকগণ দখলে থেকে বিভিন্ন সময়ে জমি বিক্রি করেণ। উক্ত আদেশ নামায় জমির মালিকানা দাবীদার সেলিমের মা ফাতেমা বেগমের নাম কোথাও কারো ওয়ারিশ বা ক্রয় সূত্রে এবং আর্দেশ নাই। কিন্তু তারা ভূয়া বক্ত অন্যের জমি জবর দখলের চেষ্টায় উক্ত জমির মালিক আ.বারেক হাওলাদার এর উপর সন্রাসীর হামলা চালায়।
একই জমি নিয়ে দীর্ঘ দিন দেওয়ানী মামলা ২৩৭ /১৫, এবং ৬৩/৮ এর একতরফা রায়ের আপিল ৭৭/১৭ মূলে যুগ্ন জেলা জজ দ্বিতীয় আদালতে দোতরফা সূত্রে ৬৩/৮ ও ২৩৭/১৫ মামলাটি খারিজ রদ ও রহিত করে ১৯/০১/২১ তারিখে আদালত আ. বারেক হাওলাদার অনুকূলে রায়ে ঘোষণা করে।
উক্ত আর্দেশ অমান্য করে সন্রাসীরা সংঘবদ্ধ হয়ে দা লাঠিশোটা দেশিয় অস্র দিয়ে হামলা চালিয়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সহ আ. বারেক হাওলাদার, মামুন হাওলাদার, সুমন হাওলাদার ও ৩ জনকে গুরুতর আহত করে।
আহতদেরকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান। প্রত্যক্ষদর্শী সাকিবুল জানান,নিজ বাড়ির দরজায় ভবনের কাজ করার সময় কিছু পুরুষ মহিলা এসে অতর্কিত হামলা চালায়, এই সময় স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারাও হামলার শিকার হন।
এ বিষয় দক্ষিণ আইচা থানার (ওসি) তদন্ত মিলন কুমার ঘোষ এর সাথে আলাপ করলে তিনি জানান, খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Attachments area