বিশেষ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তজুমদ্দিন উপজেলা ও তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় ছাত্রনেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে গেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপিকে নেতৃত্বশূন্য করার জন্য সরকারের এ হীন অপচেষ্টা দেশবাসী কখনো সফল হতে দিবে না। জাতীয়তাবাদী সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সরকারের এসব ঘৃণ্য অপচেষ্টা রুখে দেয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন,সদস্য সচিব শরীফ হাওলাদার, যুগ্ম আহবায়ক কামরুল হাসান হুমায়ুন, মোঃ ইব্রাহীম, শাহরিয়ার হোসেন সেজান, শাহীন আলম অভী, সদস্য শাহ নেওয়াজ শরীফ, আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম সোহাগ, মোঃ রাজু, মোঃ নিজাম উদ্দিন। তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান মিঠু, জয়নাল আবেদীন সজিব,মোশাররফ হোসেন, মোঃ সোহেল, সদস্য মোঃ শামীম সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।