এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃ ভোলা চরফ্যাশন সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যের মৃত্য ও আহত একজনের খবর পাওয়া গিয়াছে।
সুত্র জানায় আজ(১০ জানুয়ারি) রবিবার বেলা ১২ঃ৫০ মিনিটে চরফ্যাশন বিআরডিবি মোড়ে কাভার্ডভ্যান ও বাইক মুখো মুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় লালমোহন ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন (গজারিয়া) ইউনিয়ন পরিষদের সদস্য আশ্রাফুল আলম টুলু মৃত্য বরন করেন।(ইল্লানিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আজয় চন্দ্র দে(১৮) পিং প্রদিপ চন্দ্র দে আহত অবস্থায় চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে নিহত আশ্রাফুল আলম টুলু পশ্চিম চরউমেদ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও লালমোহন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক।
লালমোহন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মাহে আলম কুট্রি মিয়ার ছেলে।নিহতের মৃত্যতে ভোলা(৩) লালমোহন সংসদ সদস্য দ্বীনবন্ধু আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন শোক জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন আশ্রাফুল আলম টুলু ছিলেন দলের নিবেদিত প্রান ও একজন দক্ষ সংগঠক।তার মতো দলের দক্ষ কর্মীকে হারিয়ে তার শুন্যতা পুরন হবার মতো নয়। নিহত টুলুর বিদেহী আত্বার মাগফেরাত কামনা কারেছেন।
এদিকে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহতের মরদেহ উদ্বার এবং আহতের চিকিৎসাধীন নিশ্চিত করেছেন।