৩ জানুয়ারী রাতে প্রেরিত শোক বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, রাবেয়া খাতুন সাহিত্যসম্রাজ্ঞী ছিলেন। তাঁর মত করে বাংলা সাহিত্যকে আর কেউ এতটা পূর্ণতা দিতে পারবে না। তিনি নিপুন হাতে অবিরাম দিয়েছেন বাংলাদেশকে কথাসাহিত্য আর চলচ্চিত্র। তাঁর শূন্যস্থান কখনোই পূর্ণ হবার নয়।
উল্লেখ্য, সাহিত্যসম্রাজ্ঞী রাবেয়া খাতুনকে মোমিন মেহেদী তাঁর প্রথম উপন্যাস ‘ডিভোর্স’ ২০০০ সালে উৎসর্গ করেছিলেন। ৩ জানুয়ারী তাঁর মৃত্যুর খবর পেয়ে নতুনধারার রাজনীতিকগণ চ্যানেল আইতে যান এবং শোকাহতদের প্রতি সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)