ভোলা প্রতিনিধি:
ভোলা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ১ নং ওয়ার্ডে জমিজমা বিরোধের জেরধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উক্ত ঘটনার সংবাদে সাংবাদিক হালিম রানা সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সন্ত্রাসী আবু জাফর,ইসমাইল, ইয়াকুব ও আমজাদসহ বেশ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র বগি দা নিয়ে সাংবাদিক হালিম রানার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার সঙ্গে থাকা একটি ১৭ হাজার টাকা দামের মোবাইল সেট নিয়ে যায়।
এ ব্যাপারে সাংবাদিক হালিম রানা বলেনআত্মরক্ষার জন্য আমি দৌড়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে আমাকে মারার জন্য চেষ্টা করে।
তাৎক্ষণিক দেশবানীর সম্পাদক এম এম সরোয়ারকে বিষয়টি ফোনে অবগত করলে, তিনি তাৎক্ষণিক দৌলতখান থানার ওসিকে বিষয়টি বলেন।
কিছুক্ষণের মধ্যেই বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা তার সহকর্মীদের নিয়ে আমাকে উদ্ধার করেন।
ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠান এস আই গোলাম মোস্তফা।
আমি দৌলতখান থানায় গিয়ে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।
সাংবাদিক হালিম রানা আরো বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।