ভোলা ট্রিবিউন২৪ ডটকমঃ লালমোহনে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার।
উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এ ফাইনাল খেলা উপজেলা ব্যাডমিন্টন গ্রাউন্ড মাঠে সন্ধ্যা ৭.০০ঘটিকায় অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লালমোহন ইউনাইটেড(শাকিল+সাকিব) বনাম রাইজিং স্টার (হৃদয়+তাকি)
এর আগে সেমিফাইনালে এ দু’দল লড়াই করে তজুমদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থা ও এডিশনাল এসপি লালমোহন সার্কেলকে হারিয়ে ফাইনালে ওঠে।
ফাইনালে মুখোমুখি হওয়া দুটি দলে শাকিব ও তাকি আপন দু’ভাই, তারা ভোলায় বিভিন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ী হয়ে পুরস্কৃত হয়েছেন।