রজত কান্তি দেবনাথ : ময়মনসিংহ মুক্ত ও মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহে সাতদিন ব্যাপী সাংস্কৃতিক আয়োজনের ষষ্ঠ দিনে গত ১৫ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখে রঙ্গভূমি থিয়েটার মঞ্চস্থ করেছে নাটক আগুনের ছায়া। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ভার্চুয়াল এই আয়োজনে দর্শকদের ফেইসবুকে দেখতে হয়েছে এবারের অনুষ্ঠান। করোনা মহামারীর কারণে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মান্নান হীরা রচিত ও আনিসুজ্জামান হাসান নির্দেশিত নাটকটিতে অভিনয় করেছেন মন্তাজ – গৌতম দাস মানিক, গোলাম- আনিসুজ্জামান হাসান, চা দোকানদার- মানিক চক্রবর্তী, চা দোকানদার সহোযোগি-সুজিত ঘোষ, জনৈক ব্যাক্তি- সেলিম মাহমুদ, লোক ১-আব্দুর রহমান সিয়াম, লোক ২-রাজ কুমার দে স্বচ্ছ, লোক ৪- সব্যসাচী কর্মকার পাপন, লোক ৫ -আমির হামজা রিফাত, হাওয়া বিবি-সোমা আক্তার, বাসস্তি- সাবরিনা জামান নৈরীতা। পোষাক- আনিসুজ্জামান হাসান, মিউজিক – সেলিম মাহমুদ, অবয়ব – অমল বসাক, কৃতজ্ঞতা- মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, সার্বিক সহোযোগিতায়- জেলা শিল্পকলা একাডেমী, ময়মনসিংহ। উল্লেখ্য, এদিন রঙ্গভূমি থিয়েটার ছাড়াও প্রকৃতি, সিঁড়ি সাংস্কৃতিক পরিষদ, ইউনুস আহমদ বাবলু স্মৃতি নৃত্যালয়, উদীচী, ময়মনসিংহ সাহিত্য সংসদ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেছে।
বিজয় দিবসে রঙ্গভূমির আগুনের ছায়া মঞ্চস্থ
আপডেট : ডিসেম্বর, ১৭, ২০২০, ৫:১৮ অপরাহ্ণ
:
