বিশেষ প্রতিনিধি : “শিল্পের ছোঁয়ায় দূর হোক অশুভ অন্ধকার” শ্লোগানে ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ এর আয়োজনে ধর্মীয় উগ্রবাদীতা ও জাতির বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ভাস্কর্যের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে প্রতিবাদী চিত্রাঙ্কন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর ২০২০খ্রি. স্থানীয় টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ প্রতিবাদী চিত্রাঙ্কন সমাবেশ ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ’র শিল্পীবৃন্ধ ছাড়াও নোঙর মিডিয়ার পরিচালক হাসনাত জামান সবুজ, কবি ও সংগঠক শামীম আশরাফ, কবি সুরঞ্জিত বাড়ই, কবি আরাফাত রিলকে, শিশু শিল্পী নুসাইবা, সাদিকুর রহমান, সকাল সহ ময়মনসিংহের সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। প্রতিবাদী সমাবেশ থেকে এসব অপতৎপরতা রুখতে সকল সংস্কৃতিমনা মানুষদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ময়মনসিংহে প্রতিবাদী চিত্রাঙ্কন সমাবেশ
আপডেট : ডিসেম্বর, ১১, ২০২০, ৭:১০ অপরাহ্ণ
:
