আরশাদ মামুন, লালমোহন: লালমোহনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিজয় মঞ্চ ও মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অর্থলক্ষ মানুষের উপস্থিতিতে বিজয় র্যালী পরবর্তী বিশাল জনসমুদ্রে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলার সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। এসব ষড়যন্ত্রকারীদের যেখানে পাবেন সেখানেই প্রতিহত করবেন। মনে রাখবেন পিতা মুজিবের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তেমনি শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা না করলে ডিজিটাল বাংলাদেশ পেতাম না। তাই আগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপমর বাঙালির। ১লা ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় স্থানীয় চৌরাস্তা মোড়ে বিশাল জনসমুদ্রে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, দেশ ও জাতির কল্যানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকারের ভুমিকা জাতি আমৃত্যু কৃতজ্ঞ চিত্তে স্মরন রাখিবে। লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় দিবসের প্রথম দিনের বিজয় র্যালী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রায় অর্ধ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন।
লালমোহনে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতে এমপি শাওনের নির্দেশ
আপডেট : ডিসেম্বর, ১, ২০২০, ৪:৪২ অপরাহ্ণ
:
