মঞ্চ প্রতিবেদক : কোভিড-১৯ এ পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। দীর্ঘদিন ধরেই থমকে আছে সাংস্কৃতিক কার্যক্রমসহ নানা অনুষ্ঠান, নাট্যমঞ্চেও অন্ধকার। স্বাস্থ্যবিধি মেনে ঢাকাসহ দেশের অনেক স্থানে সীমিত পরিসরে সাংস্কৃতিক অন্যান্য অনুষ্ঠানের আয়োজন চললেও নাটক মঞ্চায়নে নেই তেমন জোরালো উদ্যোগ। তবে ঢাকার মঞ্চসহ অন্যান্য জেলায় সরকারি বিধি মেনে গত মাস থেকে নাটক মঞ্চস্থ করতে দেখা গেলেও ময়মনসিংহের নাট্যমঞ্চে সরাসরি দর্শকদের উপস্থিতিতে আলো জ্বললো থিয়েটার সংলাপ ময়মনসিংহের ৮ম প্রযোজনা “শিল্পী” নাটক মঞ্চায়নের মাধ্যমে। থিয়েটার সংলাপ আয়োজিত শিল্পী নাটকের পূর্বে সম্মাননা জানানো হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর সাবেক বিভাগীয় প্রধান ও বর্তমান সহকারী অধ্যাপক গুণী চিত্রশিল্পী নগরবাসী বর্মণ কে। পলাশ দেব’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ সংবাদ এর সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, থিয়েটার সংলাপ এর সভাপতি সুবীর দত্ত, অনসাম্বল থিয়েটার সভাপতি মোঃ আবুল মনসুর, চিত্তরঞ্জন দাস, রফিকুল ইসলাম, কবি শরীফা সুলতানা ও কলা কুশলীবৃন্দ। করোনা থাবার কারণে দীর্ঘ খড়া কাটিয়ে ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে সীমিত দর্শকের উপস্থিতিতে গতকাল ২৮ নভেম্বর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে কাজী নজরুল ইসলাম রচিত ও রজত কান্তি দেবনাথ নির্দেশিত শিল্পী নাটকটি মঞ্চস্থ হয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রজত কান্তি দেবনাথ, সুরাইয়া আক্তার কাকলী, পি.সি লিটন। আবহ সঙ্গীত -অরুনাভ পাল স্বপ্ন, দ্রব্য সংরক্ষণ সঞ্জয় আচার্য্য।
অবশেষে ময়মনসিংহের নাট্যমঞ্চে আলো জ্বললো
আপডেট : নভেম্বর, ২৯, ২০২০, ৭:০৪ অপরাহ্ণ
:
