গত ১০ অক্টোবর ২০২০ ইং বরিশাল বাণী অনলাইন পোর্টালে =লালমোহনে এমপি নূরুন্নবী চৌধুরীর নির্দেশ উপেক্ষা করে, বিএনপি নেতার বউকে আয়া নিয়োগ দিয়েছে মাদ্রাসা সুপার= শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে। যা আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদটি যিনি বা যে সংবাদকর্মী প্রকাশ করেছেন তিনি হয়ত জানেন না- স্বেচ্ছাসেবকলীগের সভাপতির বউ আয়া পদের জন্য কোন দরখাস্ত করেনাই?
তাছাড়া বেসরকারি নিয়োগে সুপারের একা কোন হাত নেই। সুপার ইচ্ছা করলেই যে কাউকে নিয়োগ দিতে পারে না। নিয়োগ প্রক্রিয়ার কমিটিসহ ডিজি প্রতিনিধির মাধ্যমে নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সংবাদটিতে উল্লেখ করা হয়েছে এমপির নির্দেশ উপেক্ষা করা হয়েছে। যা মোটেও ঠিক নয়। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয় অবগত। তাছাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদারসহ এমপি মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সংবাদটিতে আমার বক্তব্যকে যথাযথ ভাবে উপস্থাপন করা হয়নি। আমি সংবাদকর্মীকে সকল তথ্য সঠিক ভাবে বলার পরও তিনি লিখেছেন আমি সঠিক কোন জবাব দিতে পারিনাই এবং এমপির নির্দেশ এর আগে নিয়োগ দিয়েছি এ কথাগুলো মোটেই ঠিক নয়। আমি এরকম কোন বক্তব্য প্রদান করিনাই। সংবাদকর্মী তার ইচ্ছামত আমার বক্তব্য লিখেছে।
তাছাড়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতির বউ তো আয়া পদের জন্য দরখাস্তই করেনাই? তাকে কিভাবে নিয়োগ দেয়া হবে? স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সংবাদকর্মীকে ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সুপার
বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসা
লালমোহন, ভোলা।